নড়াইলে স্বাস্থ্য বিভাগের অভিযানে কোন টেকনিশিয়ান না থাকাসহ বিভিন্ন অব্যবস্থাপনার কারনে ল্যাবস্টার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়া বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারের হরমোন পরীক্ষার অনুমোদন না থাকলেও তারা হরমোন পরীক্ষা করার কারনে মেশিন জব্দ করা হয়। নাঈমা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসক না থাকা, সেবিকাদের জন্য আলাদা রুম না থাকাসহ চরম অব্যস্থাপনা থাকলেও তাকে সতর্ক করেন। এ অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন।
রবিবার (০৩মার্চ) বিকালে সদর হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে নড়াইল স্বাস্থ্য বিভাগ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মিযানূর রহমান।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন বলেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি ১০টি নির্দেশনা প্রতিপালন করা হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। আমরা তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। এর মধ্যে ল্যাবস্টার ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষনা করা হয়েছে। অন্যদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :