নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
রোববার (১৭ জানুয়ারী) তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে নরসিংদী জেলা রিটানিং অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন।
জানা যায় যে, গত ১৩ জানুয়ারী আওয়ামী লীগের স্হানীয় সরকার মনোনয়ন বোর্ডে দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশরাফ হোসেন সরকারকে দলীয় মনোনয়ন দেয়া হয়। ২৪ ঘন্টা যেতে না যেতেই দলীয় মনোনয়ন পরিবর্তন করে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে চূড়ান্ত মনোনয়নপত্র দেন। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরুপ মন্তব্যের সৃষ্টি হয়।
১৭ জানুয়ারী রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নরসিংদী পৌরসভার মেয়র পদে ৭ মেয়র প্রার্থীর সাথে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদের ৭ প্রাথী যথাক্রমে, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু ( আওয়ামী লীগ), নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এস এম কাইয়ূম (স্বতন্ত্র), জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (বিএনপি), মোঃ আসাদুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোন্তাজ উদ্দিন ভূঁইয়া (স্বতন্ত্র) ও জেলা শ্রমিকলীগের সাবেক আহবায়ক মোঃ রিপন সরকার (স্বতন্ত্র)।
আপনার মতামত লিখুন :