উত্তর আমেরিকাস্থ সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন জানান, থ্যাঙ্কসগিভিং ডে-তে তারা পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় একটি পার্টিতে যোগদানের জন্যে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই আক্রান্ত হয় পরিবারের সকলেই। অথচ প্রশাসন ও স্বাস্থ্য-বিশেষজ্ঞরা বারবার অনুরোধ করেছিলেন থ্যাঙ্কসগিভিং ডে’র আয়োজন এড়িয়ে চলার জন্যে।
এর আগের দিন ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় মো. জুয়েল (২৮) মারা গেছেন। সন্দ্বীপের সন্তান জুয়েল কয়েকমাস আগে দেশে গিয়ে বিয়ে করেন। স্ত্রীর জন্যে ভিসা সংগ্রহের প্রক্রিয়ায় তিনি জানতে পারেন, মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাও নিচ্ছিলেন। কিন্তু এরইমধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার ঘনিষ্ঠ আত্মীয় এ টি এম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :