নীলফামারী জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
মঙাগলবার (২ ফেব্সরুয়ারী) সকালে নীলফামারী সদরের ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের ৭নং তরনীবাড়ি ওয়ার্ড়ের তরনীবাড়ি হাই স্কুল মাঠে ইউনিয়নের ৫ শত গরীব ও অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুজার রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওয়াদুত রহমান , নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছায়িদ মাহম্মুদ, ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শ্রী বাবু শান্তি পদ রায় সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুজার রহমান বলেন, যতদিন আওয়ামীলীগ সরকার থাকবে ততোদিন কেউ শীতে কষ্ঠ পাবে না। আওয়ামীলীগ সরকার প্রতিটি ঘরে ঘরে এই শীতবস্ত্র দিচ্ছে। এলাকার উন্নয়ন করতে চাইলে অবশ্যই আগামী নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করবেন।
আপনার মতামত লিখুন :