নীলফামারীতে জাতীয় পরিচয়পত্র স্মাট কার্ড বিতরন


তপন দাস, নীলফামারী প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২১, ৬:০২ পূর্বাহ্ন / ১৩৯
নীলফামারীতে জাতীয় পরিচয়পত্র স্মাট কার্ড বিতরন

নীলফামারীর ডোমারে নিবন্ধিত জাতীয় পরিচয়পত্র স্মাট কার্ড এর বিতরন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় ডোমার পৌরসভার হলরুমে ডোমার পৌরমেয়র আলহাজ্ব মনছুরুল আলম (দিনু)সভাপতিত্বে এই কার্যক্রম এর উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

উপস্হিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহি অফিসার শবনম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিমসহ অন্যান্যরা।

নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, গত ২০১৯ সালে নিবন্ধিত জাতীয় পরিচয়পত্র স্মাট কার্ডের বিতরন আজ থেকে শুরু হলো। ডোমার উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আগামী ৭ ফেব্রুয়ারীর মধ্যেই ১৩ হাজার ৫ শত ৬০ টি জাতীয় পরিচয়পত্র স্মাট কার্ড দেয়া হবে।