নীলফামারীতে পৌঁছেছে ৬০ হাজার ডোজ টিকা


সংবাদদাতা, নীলফামারী প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২১, ৭:১২ পূর্বাহ্ন / ৫৬৯
নীলফামারীতে পৌঁছেছে ৬০ হাজার ডোজ টিকা

নীলফামারীতে পৌঁছে গেছে মরণব্যাধি করোনা ভাইরাসের ৬০ হাজার ডোজ টিকা।

রবিবার (৩১ জানুয়ারী) দুপুর ২ টার দিকে ডোজ বহনকারী একটি ফ্রিজারভ্যান নীলফামারীর সিভিল সার্জন এর কার্যালয়ে এসে পৌছলে ভ্যানটি ইপিআই কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে করোনার টিকার ডোজ গুলোকে সংরক্ষণ করে রাখা হয়।

ফ্রিজার ভ্যান থেকে করোনার টিকা গ্রহণ করেন নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোহাম্মাদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট জাহিদ ইমরুল মোজাক্কিন, জেলা ড্রাগ সুপার কাজী মহম্মদ ফরহাদ প্রমুখ।

জানা যায়, নীলফামারী জেলায় প্রথম দফায় ৬০ হাজার নাগরিককে এই টিকা দেওয়া হবে। একজন নাগরিককে দুটি করে টিকা দেওয়া হবে প্রথম টিকা দেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় টিকা দেওয়া হবে। সরকারের নীতিমালা অনুযায়ী ১৫ ক্যাাটাগরীর নাগরিককে করোনা টিকার অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।