নীলফামারীতে ১৫০ বোতল ফেন্সিডিল আটক


সংবাদদাতা, নীলফামারী প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২১, ৫:০৬ পূর্বাহ্ন / ১৫৩
নীলফামারীতে ১৫০ বোতল ফেন্সিডিল আটক

নীলফামারীর ডিমলা উপজেলায় ১ টি মোটারসাইকেল সহ ১৫০ বোতল ফেন্সিডিল আটক করেছে ডিমলা থানা পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্কারুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকার ডালিয়া বাজারে এ অভিযান চালায় ডিমলা থানা পুলিশ।

অভিযান পরিচালনা করেন ডিমলা থানার এসআই অনন্ত মোহন রায় ও এএসআই আব্দুল লতিফ সহ থানা পুলিশের একটি বিশেষ টিম।

এসময় মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল সহ মোটারসাইকেলটি রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে ডিমলা থানার এসআই অনন্ত মোহন রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদেরকে এক আচেনা ব্যক্তি সকাল আনুমানিক ৮ টার দিকে ফোন দিয়ে বলে যে ডিমলার ডালিয়া বাজারে এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রি করছে। এই সংবাদের ভিত্তিতে সকাল ৯ টার দিক ডালিয়া বাজারে অভিযান চালাই এবং ১ টি মোটারসাইকেল ও ১৫০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হই। কিন্তু কারবারীকে আটক করা সম্ভব হয়নি। সেই কারবারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।