নীলফামারীতে ৪ মাস বয়সী রিফাত বাচঁতে চায়


সংবাদদাতা, নীলফামারী প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২১, ৬:১৩ পূর্বাহ্ন / ১১৯
নীলফামারীতে ৪ মাস বয়সী রিফাত বাচঁতে চায়
হার্টের ছিদ্র নিয়ে জন্ম নেয়া নীলফামারীর হাড়োয়া কলেজ স্টেশন এর পান দোকানদার মোহাম্মদ রফিক ইসলাম ও গৃহিণী ছাদেকা বানুর এক মাত্র পুত্র শিশু রিফাত ইসলাম রবিকে (৪ মাস) বাচানোর জন্য রিফাতের পিতার পক্ষ থেকে নীলফামারীর সামাজিক সংগঠন নীলপদ্ম দেশবাসীর কাছে মানবীক সাহায্যর জন্য অনুরোধ করেছেন।
এ বিষয়ে নীলপদ্ম’র সভাপতি মাসুদ পারভেজ বলেন, রিফাতের বাবা একজন অতি গরীব মানুষ। তিনি দোকানে যে পান বিক্রি করেন তাতে তার কোন রকমে সংসার চলে। তাই আমার সংগঠন চিন্তা করলো যে দেশবাসীর কাছ থেকে সামান্য কিছু সাহায্য নিয়ে যদি তার পরিবারকে দিতে পারি এবং তাকে বাঁচাতে পারি সেজন্য আমরা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এই শিশুকে বাঁচানোর জন্য অনুরোধ করছি।
এদিকে রিফাতের বাবার সাথে কথা হলে তিনি কান্না করতে করতে বলেন, তোমরা এইলা মোর ছোয়া টাক বাচাও বাহে বলে আরো কান্নায় ভেংগে পড়েন। রিফাতকে বাঁচানোর জন্য মানবিক সাহায্যের জন্য অনুরোধ করা হলো। বিকাশ নাম্বার 0130 818 661, 01748 132 121