নীলফামারীর নীলকুঠি ধ্বংসের মুখে


প্রিয়ন্ত দাস পিউ, নীলফামারী প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২১, ৭:১১ পূর্বাহ্ন / ১৪৮
নীলফামারীর নীলকুঠি ধ্বংসের মুখে

ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে নীলফামারীর ঐতিহ্য বাহি নীলকুঠি। উনবিংশ শতাব্দী বৃটিশ আমলে নির্মিত নীলফামারীর এই নীলকুঠি কালের বির্তনে এটি এখন ধ্বংসের মুখে দাড়িয়ে রয়েছে।

বিভিন্ন তথ্য বিশ্লেষন করে জানা যায়, নীলফামারী শহর থেকে ৪ কিলোমিটার উত্তরে নটখানা নামক স্হানে বৃটিশরা এই নীলকুঠি টি তৈরি করেন। সে সময় নীলফামারীতে তথা নটখানাতে প্রচুর পরিমানে নীল চাষ হত। তখন এই নীল সারাবিশ্বে অনেক সুনাম ছিল। বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা এখান থেকে নীল সংগ্রহ করতো।

তবে একসময় চাষীরা নীলচাষ বন্ধ করে দিলে তখন তাদের উপর নির্মম ভাবে অত্যাচার করা হতো এবং চাষীদেরকে এখানে এনে লটখানা ( লটের মধ্যে ঝুলে রাখা ) করে রেখে দিত বৃটিশরা। আর তখন থেকে লটখানা নামে পরিচিত ছিল এই নীলফামারী।

তবে কালের বির্বতনে এর পরিবর্তন হতে শুরু করলে নটখানা থেকে এর নাম হয় নীলখামারী পরবর্তীতে এর নাম হয় নীলফামারী।

তবে যাকে নিয়ে এই নীলফামারী জেলার উৎপত্তি সেই নীলকুঠির নেয়া হয় না কোন যত্ন। করা হয় না সংস্কার। সংস্কার না করার কারনে এটি এখন ধ্বংসের মুখে দাড়িয়ে আছে।