নীলফামারীর মমতাজ আলী প্রামাণিক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত


সংবাদদাতা, নীলফামারী প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন / ১১৫
নীলফামারীর মমতাজ আলী প্রামাণিক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত
মরণব্যাধী কোভিড ১৯ মোকাবেলায় সরকারের দেয়া বিভিন্ন দিক নির্দেশনা সঠিক ভাবে পালন ও কোভিড ১৯ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য সারা বাংলাদেশের মধ্যে আবারও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন নীলফামারী জেলা সদরের ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ বারের সফল চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মমতাজ আলী প্রামানিক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্মাননা হিসেবে তাকে স্বর্ণ পদক ও ক্রেস্ট প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম ( বিইউপিএফ) এর প্রধান কার্যালয় এ এই সম্মাননা স্বারক প্রদান করেন ও শ্রেষ্ঠ চেয়ারম্যানের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। বিইউপিএফ সাধারন সম্পাদক নাজিমুদ্দিন ভুইয়া রিপন সহ সংগঠনের বিভিন্ন পদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিইউপিএফ সভাপতি এসএম জাকারিয়া আলম বলেন, সরকারের বিভিন্ন দিক নির্দেশনা যিনি সঠিক ভাবে মেনে চলেছে এবং যারা কোভিড ১৯ মোকাবেলায় বিশেষ অবদান রেখেছে তাদেরকে আমরা এই সম্মাননা স্বারক প্রদান করছি। দেশের সব কয়টি ইউনিয়নের মধ্যে নীলফামারী জেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক বিশেষ অবদান রাখায় আমরা তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে ঘোষণা করছি।
এবিষয়ে মমতাজ আলী প্রামাণিকের সাথে কথা হলে তিনি বলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামকে (বিইউপিএফ) আমাকে বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে সম্মানিত করায় ধন্যবাদ।