নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন


সংবাদদাতা, নেত্রকোনা প্রকাশের সময় : জুন ২১, ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন / ২০০
নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি কর্তৃক মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণের অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য সুপারিশের প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে মহিলা পরিষদ।

সোমবার (২১ জুন) দুপুরে শহরের অজহর রোডে মহিলা পরিষদ জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদ নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি।

উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি নূরজাহান বেগম, আন্দোলন সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি, লিগ্যাল এইড

সম্পাদক মঞ্জু রানী সরকার, প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা তোতা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মালেকা বেগম পলিসহ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা এই অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য সুপারিশের প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।