নোয়াখালীতে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ


একেএম শাহজাহান, নোয়াখালী প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ৬:০১ অপরাহ্ন /
নোয়াখালীতে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ

গণতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে দেশব্যাপী ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অংশ হিসেবে নোয়াখালীতে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ মে) বিকালে আবদুল মালেক উকিল সড়কে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা জাতীয় শিক্ষাক্রম ২০২১ অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি ও বাণিজ্যিকীকরণ এবং সংকোচনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতেছেন।

এসময় বক্তারা ৬ দফা দাবী তুলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবিগুলো হচ্ছে, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা পদ্ধতি বহাল রাখা, নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো যাবে না, পরীক্ষা মূল্যায়নে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ চিহ্নিত প্রথা এবং শ্রেণী শিক্ষকদের হাতে নম্বর রাখার বিধান বাতিল, একাদশ-দ্বাদশ শ্রেণিতে পর পর দুটি পাবলিক পরীক্ষা বাতিলকরণ, প্রতি ক্লাসে সনদ ও রেজিষ্ট্রেশনের নামে বিদ্যালয়গুলোতে বাণিজ্য বন্ধে পদক্ষেপ নেওয়া ও শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ প্রদান।

এসময় ছাত্র ফ্রন্টের নোয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত পথসভার পর পথচারীদের মাঝে তারা লিফলেট বিতরণ করেন।