নোয়াখালীতে শিক্ষকের হাত ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন


একেএম শাহাজাহান, নোয়াখালী প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন /
নোয়াখালীতে শিক্ষকের হাত ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী কোম্পানীগঞ্জে শিক্ষককে পিটিয়ে দুই হাত ভেঙে দেয়ার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (১১ মে) মুছাপুর ক্লুজার সড়কে মানববন্ধনে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্র্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত রাজু ও নোমানকে গ্রেফতারের দাবি জানান।

জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জহিরুল হকের ছেলে কিশোর গ্যাং মোহাম্মদ রাজু ও তার সহযোগী নোমান গত সোমবার বেলা সাড়ে ১১টায় জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার কক্ষে ঢুকে এক ছাত্রীকে ইভটিজিং করে। খবর পেয়ে মাদরাসার নূরানী বিভাগের শিক্ষক কারী মোহাম্মদ সোহেল এগিয়ে এলে রাজু ও তার সহযোগীরা মাদরাসার ভেতরে ওই শিক্ষককে মারধর করে। পরে একই মাদরাসার শিক্ষক হাসান এগিয়ে এসে সহকর্মী শিক্ষকের ওপর হামলা ও ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করে।

পরে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাংয়ের নেতা রাজু ও নোমানের নেতৃত্বে সাত-আটজন কিশোর শিক্ষক মোহাম্মদ হাসানের ওপর হামলা চালিয়ে বেধড়ক পেটায়। একপর্যায়ে তার দুই হাত ভেঙে দেয়। গুরুতর আহত হাসানকে মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহামুদ মাদরাসার পক্ষে এবং আহত মোহাম্মদ হাসানের পক্ষে তার শুশুর সাহাব উদ্দিন বাদি হয়ে কোম্পাানীগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।