নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১ জন সদর উপজেলার, সুবর্ণচরে ১ জন, চাটখিলের একজন রয়েছেন। ৮২ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়।
এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৫১শতাংশ।
এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৬।
এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ৮১৬ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ১৬।
জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৮।
এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৬ জন, সুবর্ণচরে ৩ জন, বেগমগঞ্জে ৪৮ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিল ১৩ জন, সেনবাগে ১৮ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাট ১৮ জন।
রবিবার (২৭ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply