পঞ্চগড়ে এম এম এগ্রো ফার্মসের মহৎ উদ্যোগ
আমিরুল ইসলাম, পঞ্চগড়
প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৩:১১ অপরাহ্ন /
০
রমজান মাসকে ঘিরে একটি অসাধু চক্র যখন নিত্যপণ্যের দাম বাড়াতে তৎপর সেখানে এমএম এগ্রো ফামর্স তাদের খামারে উৎপাদিত দুধ সুলভ মূল্যে বিক্রি করছে।
বাজারে রমজানের শুরুতে প্রতি লিটার দুধ ৬০ টাকা বিক্রি হলেও পরে তা বেড়ে ৮০ টাকায় উঠে। সাময়িক লাভের এ অনৈতিকতাকে পাশ কাটিয়ে আগের দামেই খামারটির উৎপাদিত দুধ বাজারজাত করা হচ্ছে।
এম এম এগ্রো ফার্মসের কর্ণধার মেহেদী হাসান অপু জানান, রমজান মাস আসলে এক শ্রেণীর সিন্ডিকেট ব্যবসায়ী নিত্যপণ্যের সাথে অতিগুরুত্বপূর্ণ সুষম খাদ্য দুধের দাম বাড়িয়ে দেয়। এতে ক্রেতারা যেমন ক্ষতিগ্রস্থ হয় তেমনি পুষ্টির ঘাটতি দেখা দেয়। সাধারণ মানুষের পুষ্টি চাহিদা মেটাতে তার ৩ টি সেডে থাকা প্রায় ৪০ গাভির খামারে প্রতিদিন উৎপাদিত প্রায় তিনশ লিটার দুধ ন্যায্যমূল্যে বিক্রি করছেন।
তিনি বলেন, সরকার যদি সহজ শর্তে ঋণ প্রদান করে তাহলে খামারটি আরো বড় পরিসরে গড়ে তুলা এবং জেলায় দূধের চাহিদা মিটিয়ে অন্য জেলায় দুধ সরবরাহ করা যাবে বলেন জানান।
এদিকে দুধ কিনতে আসা ইবনে সিনা ও মুজাহিদ বলেন, বাজারে বাড়তি দামে দুধ বিক্রি হচ্ছে। আর অপু ভাই আগের দামেই দুধ বিক্রি করছেন।
আপনার মতামত লিখুন :