চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বৈলতলী রোড এলাকায় ফেরদৌসী কাজল (৩৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের মেয়ে।
তার স্বামী ঠাকুরগাঁও জেলার আবু সৈয়দ।
বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৬ টার সময় পটিয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বৈলতলী রোড এলাকায় কবির আহমদ ড্রাইভারের ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, গৃহবধূ ফেরদৌসী ভবনটির তৃতীয় তলার একটি কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী থানায় সংবাদ জানালে পটিয়া থানা পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত ফেরদৌসী ২ মেয়ে ও ১ ছেলে জননী।
নিহত গৃহবধূর মেয়ে নীলা বলেন, তারা দীর্ঘদিন যাবৎ পটিয়া সদরে বসবাস করে আসছেন।
মা যখন আত্মহত্যা করছিল তখন তারা বাসায় ছিল না।
এক বছর আগে তার পিতার সাথে তার মায়ের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তার মা কিছুদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।
আপনার মতামত লিখুন :