চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চা বাগান এলাকার একটি গাছ থেকে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (২২জুন) সকাল ১১ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ শ্রীমাই লালারখীল গ্রামের মৃত আবদুস ছোবহানের পুত্র মোহাম্মদ ইউনুস মিয়া (৫৫)।
নিহত ইউনুস স্থানীয় কাশেম ব্রিক ফিল্ডে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।
তার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনাটি নিশ্চিত করেন, পটিয়া থানা ওসি রোজাউল করিম মজুমদার।
আপনার মতামত লিখুন :