পরকীয়ায় পালিয়েছে স্ত্রী: দুধ-গোসলে দ্বিতীয় বিয়ে


রাজবাড়ী প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৪, ৪:১১ অপরাহ্ন /
পরকীয়ায় পালিয়েছে স্ত্রী: দুধ-গোসলে দ্বিতীয় বিয়ে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রথম স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে চলে যাওয়ায় মায়ের ইচ্ছা পূরণ করতে দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করলেন ব্যবসায়ী মো. মামুন মোল্লা।

ঘটনাটি ঘটেছে উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে। মামুন মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে। তিনি নারুয়া বাজারে লেপ-তোশকের ব্যবসা করেন।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী মো. মামুন মোল্লা প্রায় ৬ বছর আগে বিয়ে করেন খালাতো বোন শাম্মি আক্তারকে। শাম্মি একই উপজেলার নবাবপুর ইউনিয়নের হাবিবুর বিশ্বাসের মেয়ে। চলতি মাসের ২মার্চ স্ত্রী শাম্মি আক্তার পরকীয়ায় আসক্ত হয়ে একই এলাকার পোলট্রি ব্যবসায়ী তপনের সঙ্গে রাতে পালিয়ে যায়। পরে মায়ের ইচ্ছা পূরণ করতে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে আধা মণ দুধ দিয়ে গোসল করেন মামুন মোল্লা।

রবিবার (১৭ মার্চ) পাশের জেলা ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর এলাকায় তিনি বিয়ে করেন।

এ বিষয়ে ব্যবসায়ী মো. মামুন মোল্লা বলেন, খালাতো বোন শাম্মির সাথে পারিবারিকভাবে আমার ৬ বছর আগে বিয়ে হয়। তবে শাম্মি পরকীয়ায় আসক্ত ছিল এটা বুঝতে পারিনি। গত ২মার্চ রাতে আমি দোকানে থাকা অবস্থায় সে পালিয়ে যায়। মা সেই সময় আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার আগে দুধ দিয়ে গোসল করতে। তাই মায়ের আবদার পূরণ করতে দুধ দিয়ে গোসল করে বিয়ে করতে গিয়েছিলাম।