তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার পর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে নিজের খরচে। আবার এন্টি পারমিট দেবে ওখানের স্পন্সর তাদের সঙ্গে শ্রমিকদের কোনো যোগাযোগ নেই। আমরা ওখানে যোগাযোগ করার পরেও কোনো সমাধান হচ্ছে না। নেপাল, ভারত, ভুটানের অনেক প্রবাসী শ্রমিক আটকে পড়া ছিল, কিন্তু সেসব দেশের সরকার তাদের সমস্যা সমাধান করে দিয়েছেন। আমাদের বিষয়টি সমাধান না হওয়ার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে।
কাতার প্রবাসী ইলিয়াস বলেন, প্রায় ১২ হাজার কাতার প্রবাসী দেশে আটকা পড়েছে। গত ১২ মাস ধরে আমরা দেশে মানবেতর জীবন-যাপন করছি। এর মধ্যে ৯৫ শতাংশ কর্মীর ইকামার মেয়াদ শেষ। গত চার মাস ধরে আমরা রি এন্ট্রি পারমিটের আবেদন করছি। আমাদের দাবি একটাই আটকে পড়াদের যেভাবে সৌদি পাঠানো হয়েছে, সেভাবেই আমাদের পাঠাতে হবে।
তারা আরও জানান, আমাদের আবেদন নেওয়া হচ্ছে না। যার ফলে চাকরি অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় আমরা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের কাতার পাঠানোর ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :