কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিকমানে উন্নিতকরণের লক্ষ্যে অধিগ্রহনকৃত পশ্চিম বাহারছড়া এলাকার সাড়ে চার শতাধিক পরিবারকে পূনর্বাসনের আওতায় উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভূমিহীনদের পুনর্বাসনকল্পে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকায় স্থান নির্ধারণ করা হয়। সেই মতে উচ্ছেদ হওয়া প্রকৃত ভুমিহীন পরিবারগুলোকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জমি বরাদ্ধ না দেওয়ায়, উচ্ছেদকৃত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।
অবিলম্বে ভুক্তভুগি ভূমিহীন পরিবারগুলোর সমস্যা সমাধানকল্পে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রকৃত ভুমিহীন পরিবারগুলোকে দ্রুত জমি বুঝিয়ে দেওয়ার দাবী জানিয়েছেন হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স্ ফোরাম কক্সবাজার জেলা কমিটির আহবায়ক এডভোকেট অরুপ বড়ুয়া তপু ও যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল শুক্কুর।
আপনার মতামত লিখুন :