পাইকগাছায় লবণপানি মুক্ত পানিতে বোরো ধান রোপনে কৃষকদের জোট


খুলনা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৯:৩০ পূর্বাহ্ন /
পাইকগাছায় লবণপানি মুক্ত পানিতে বোরো ধান রোপনে কৃষকদের জোট

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে শীত মৌসুমে আবারোও পোল্ডারে লবণ পানি মুক্ত করে মিষ্টি পানিতে বোরো ধান রোপনের প্রস্তুতি নিচ্ছে কৃষরা।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে রাড়ুলীর বোরহানপুর ফুটবল মাঠে এলাকার ঘের মালিক ও কৃষকরা জোটবদ্ধ হয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজির আহম্মেদের সভাপতিত্বে সভায় চুরাভাঙ্গাড়ী বিল ও বোরহানপুর মৌজায় প্রায় ১২শত বিঘা জমিতে বোরো ধান রোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় বক্তৃতা করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, শিবিরনেতা এসকে মহিবুল্লাহ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ, ফারুক সানা, জাহিদ হাসান, হাসান মোড়ল, আঃ সামাদ, ওয়াজেদ আলী শেখ, খলিল সানাসহ অনেকে।

সভায় অভিযোগ করা হয়- পর-পর দু’বছর এলাকার কৃষকরা ৯নং পোল্ডারে বোরো ধান রোপন করলেও প্রভাবশালী ঘের মালিকরা সরকারি স্লুইস গেট দিয়ে পোল্ডারে লবণ পানি উত্তোলনে ধান নষ্ট করে ভীষণ ক্ষতি করে। এ নিয়ে সাবেক ইউএনও মমতাজ বেগম ও কৃষি কর্মকর্তার মধ্যস্থতায় জমির মালিক ও ঘের মালিকের নিয়ে লিখিত লবণ পানি বন্ধে সিদ্ধান্ত নিলেও তা কাজে আসেনি। ঘের মালিকরা ক্ষমতা বলে পোল্ডারে লবণ পানি উত্তোলন করে লাগানো ধান নষ্ট করে দিয়ে সামান্য ক্ষতিপূরণ দিয়ে পার পেয়ে যায়। সেই অভিজ্ঞায় এলাকার কৃষকরা পোল্ডারে মিষ্টি পানি সংরক্ষণ করে আগামী শীত মৌসুমে স্লুইস গেটের মুখ বন্ধ করে বোরোধান রোপনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। এব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।