চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের উপর হামলা করে পালাতে গিয়ে এক আসামির গোপনাঙ্গ কেটে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মধুখালী এ ঘটনা ঘটে।
ওই আসামির নাম আহমদ কবির মানিক প্রকাশ সোনা মানিক (৩৬)। তিনি ওয়ারেন্টভুক্ত ১৭ মামলার পলাতক আসামি। এ ঘটনায় পুলিশের এক এসআই সহ ১০ জন আহত হয়েছেন।
এ সময় পুলিশ সোনা মানিক থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি গুলির খোঁসা, দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ, নয় রাউন্ড কার্তুজের খোঁসা, একটি সুইচ গিয়ার ও একটি কিরিচ উদ্ধার করে।
পুলিশ জানায়, সোমবার ভোরে উপজেলার ছনুয়া ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামি সোনা মানিককে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বষর্ণ করে। পরে তার নির্মাণাধীন বিল্ডিং থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে রড, সিমেন্ট ও টিনের উপর পড়ে সোনা মানিকের গোপনাঙ্গ কেটে যায়। পরে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা বর্তমানে গুরুতর বলে জানা যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইন ও পুলিশের উপর হামলায় দুটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :