পি কে হালদারের বান্ধবী অবন্তিকা গ্রেফতার


অর্থনীতি ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২১, ৯:১৪ পূর্বাহ্ন / ২৬৭
পি কে হালদারের বান্ধবী অবন্তিকা গ্রেফতার

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের (প্রশান্ত কুমার হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ জানুয়ারি) ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে দুদক’র জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, পিকে হালদারের বান্ধবী অবন্তিকাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন তাকে গ্রেফতার করেছেন।

পি কে হালদার রিলায়েন্স ফাইন্যান্সের এমডি থাকা অবস্থায় তার আত্মীয় স্বজনকে আরও বেশ কয়েকটি লিজিং কোম্পানির ইনডিপেন্ডেন্ট পরিচালক বানান এবং একক কর্তৃত্বে পিপলস লিজিংসহ বেশ কয়েকটি লিজিং কোম্পানির টাকা বিভিন্ন কৌশলে বের করে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে আরও অভিযোগ, পিপলস লিজিংয়ের আমানতকারীদের প্রায় ৩ হাজার কোটি টাকা বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেন এবং এই কোম্পানিকে পথে বসিয়েছেন। তিনি এসব কোম্পানির স্থাবর সম্পদ বিক্রি করে দেন এবং আমানতকারীদের শেয়ার পোর্টফোলিও থেকে শেয়ার বিক্রি করে সব টাকা আত্মসাৎ করেন।