পীরগঞ্জ পৌর নির্বাচনী প্রচারণায় মোস্তফা আলম 


কায়সার রেজা লাবণ্য, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২০, ১০:০২ পূর্বাহ্ন / ১৮৯
পীরগঞ্জ পৌর নির্বাচনী প্রচারণায় মোস্তফা আলম 

২১ শে ডিসেম্বর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সেজেছে নির্বাচনী সাজে। সব জায়গায় নির্বাচনী পোস্টার লাগানো হয়েছে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী। কোথাও আচরণবিধি লঘ্নন পরিলক্ষিত হয়নি এখনো। পীরগঞ্জ পৌর এলাকার বিটিআরসি অফিস সংলঘ্ন এলাকায় চোখে পড়ে এক ঝাক নির্বাচন কর্মী সমর্থক। তারা ৩নং ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমানের সমর্থক। তাদের নির্বাচনী প্রতীক (টেবিল ল্যাম্প)।এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দুই জন। কাউন্সিলর প্রার্থী মজিবর রহমানের পক্ষে প্রচারণা করছিল তার বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোস্তফা আলম।তিনি সকল স্থরের মানুষের কাছে দোয়া প্রার্থী।তিনি আশাবাদী এবারের নির্বাচনে তার ভাই আবার কাউন্সিলর হিসেবে জয়ী হবেন ও পীরগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ড উন্নয়নে একনিষ্ঠ ভুমিকা পালন করবেন।