রাজশাহীর পুঠিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মঙ্গলবার (৪ জানুয়ারী) সোহান আলী ওরুফে সুজন (২২) নামে এক যুবককে আটক করেছে। অন্যদিকে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর (১৬) স্বাস্থ্য পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আটক সুজন আলী বানেশ্বর খুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। ওই গ্রামের একটি আম বাগানে বুধবার (৩০ ডিসেম্বর) ধর্ষণের ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, আটক সুজন ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে কৌশলে তুলে নিয়ে পাশের একটি আম বাগানে ধর্ষণ করে। ওই সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সুজন পালিয়ে যায়।
এলাকার গণ্যমান্যরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। ফলে মেয়েটির মা সুজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন।
পুঠিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) খালেদুর রহমান বলেন, বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামি সুজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (ওসিসি) পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :