পুলিশের চাকুরিতে ‘তদবির-সুপারিশ গ্রহণযোগ্য নয়’


চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ন /
পুলিশের চাকুরিতে ‘তদবির-সুপারিশ গ্রহণযোগ্য নয়’

চুয়াডাঙ্গায় ২৮ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে মিট দ্যা প্রেস আয়োজন করে জেলা পুলিশ।

এসময় মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

এসপি ফয়জুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় ২৪ জন পুরুষ এবং ৪ জন নারী কনস্টেবল পদে নিয়োগ হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। সরকার নির্ধারিত ১২০ টাকা আবেদনপত্রের সাথে পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে হবে। এরপর ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ লাইনে সকল আবেদনকারীর কাগজপত্র যাচাই-বাছাই এবং ২২ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে প্রার্থীর শারীরিক ফিটনেস প্রমান সাপেক্ষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এ ব্যাপারে কোন তদবির বা সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

মিট দ্যা প্রেসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খান।