পুলিশ কর্মকর্তা রফিকুল শেরে বাংলা স্মৃতি পদকে ভুষিত
সিদরাতুল মোত্তাকিন, হাতীবান্ধা (লালমনিরহাট)
প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ন /
২৭৬
লালমনিরহাটের হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ শেরে বাংলা স্মৃতি পদক-২০২০-এ ভুষিত হয়েছেন। অগ্রগামী মিডিয়া ভিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সনদ প্রদান করা হয়।
শুক্রবার (৮ জানুয়ারি) শেরে বাংলা এ কে ফজলুল হক পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ ও অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এ এম গোলাম ফারুক মজনু স্বাক্ষরিত একটি সনদ রফিকুল ইসলাম বরাবরে আসে। এ সময় একটি ক্রেস্টও পান তিনি।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এটি খুবই আনন্দের বিষয়। দেশ ও দেশের মানুষের জন্য আগামীতে এর চেয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করবো। এছাড়া সব সময় সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এই থানার একজন অফিসার আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রেখেছেন। যার ফলে তিনি ক্রেস্ট ও সনদ পেয়েছেন। এটা গোটা পুলিশ বিভাগের আনন্দের বিষয়।
আপনার মতামত লিখুন :