কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে নদীর পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ইউনিয়নের উত্তর পাড়ার বাড়ীর পাশে ঈদগাঁও নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালের দিকে ইউনিয়নের মধ্যম পোকখালী উত্তর পাড়া এলাকায় সাঁকো দিয়ে নদী পারাপার হওয়ার সময় নদীতে পড়ে যায় শিশু মোঃ আবির(৮)। সে উক্ত গ্রামের হারুন সওদাগরের বড় ছেলে।
এলাকাবাসীদের মতে, পরিবারের লোকজনের অজান্তে সে ঈদগাঁও নদীতে গোসল করতে গিয়ে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর এক পর্যায়ে তাকে শুক্রবার মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উত্তর পাড়া জামে মসজিদ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিশুর পিতা মোঃ হারুন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :