কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের দুই ইয়াবা কারবারী আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কক্সবাজার শহরের কলাতলীর লেগুনা বীচ রোডস্থ আবাসিক হোটেল গ্রীণ হাউজ কটেজের সামনে থেকে মঙ্গলবার (২২ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া। আটককৃত যুবকরা হচ্ছে ইউনিয়নের মধ্যম পোকখালী উত্তর পাড়ার রমজান আলীর পুত্র মোঃ রায়হান উদ্দিন(২৮) এবং একই গ্রামের মৃত ছৈয়দ আলমের পুত্র মোঃ সাগর (২২)।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক জীবন বড়ুয়া জানান, কক্সবাজার সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :