প্রবাসীদের সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মতবিনিময়


মোঃ আবদুর রশিদ, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৪, ৯:২৪ অপরাহ্ন /
প্রবাসীদের সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মতবিনিময়

প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।

সোমবার (০৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগরস্থ জেলা কার্য্যালয়ে এ মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক সংসদ সদস‌্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রবাসী পরিষদের সেক্রেটারী মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্ম পরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহাদাত হোসেন চৌধুরী, জেদ্দা সভাপতি মুহাম্মদ আবুল কাসেম, আবু সুফিয়ান সহ প্রবাসী নেতৃবৃন্দ।