জামালপুরের সরিষাবাড়ীতে আবাসিক এলাকায় প্রস্রাব করতে নিষেধ করায় পুলিশকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এতে পল্লব হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৮ জুলাই) দুপুর ১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জগত জোড়া গ্রামের শামসুল হকের ছেলে আসলাম খান, ভুয়াপুর ললিন বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সাইফুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধা নগর গ্রামের জুলহাস মিয়ার ছেলে আ. হালিম ও পোগলদিঘা কান্দাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু মিয়া। এ ঘটনায় আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ছানোয়ার হোসেন ছানার বাসার সম্মুখে দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিল আসলাম নামের এক বাস শ্রমিক। ওই বাসার ভাড়াটিয়া ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য পল্লব হোসেন স্কুল থেকে তার ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। বাসার সম্মুখে এসে এভাবে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে ওই পুলিশ সদস্য তাকে নিষেধ করেন। কিন্তু বখাটে শ্রমিক উল্টো তার ওপর ক্ষিপ্ত হয়ে বিতর্কে জড়ান। পরে ওই বাস শ্রমিক তার সহকর্মীদের ডেকে এনে পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করেন। পরে এ ঘটনায় ৪ শ্রমিককে গ্রেফতার করে পুলিশ।
সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :