ফরকেরহাট বাজার বণিক সমিতি’র নির্বাচন  


মোঃ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২০, ৫:৪১ পূর্বাহ্ন / ২১০
ফরকেরহাট বাজার বণিক সমিতি’র নির্বাচন  

কুড়িগ্রাম জেলার রাজার হাট উমর মজিদ ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ফরকেরহাট বাজার বনিক সমিতির ত্রি -বার্ষিক  নির্বাচন-২০ আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জাঁকজমকপূর্ণ এই বণিক সমিতির নির্বাচনকে ঘিরে বাজারের সর্বত্র চলছে নানা আলোচনা ও সমালোচনা। ফরকেরহাট বাজারে এই প্রথম বণিক সমিতির নির্বাচন হওয়ার  কারণে বর্তমানে নির্বাচনি আমেজ বিরাজ করছে বাজারের সর্বত্র। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো বাজার। ভোটারগণ নিজ নিজ প্রার্থীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রার্থীগণও সমর্থক নিয়ে ঘুমহীন প্রচারণায় ব্যস্ত।

নির্বাচনে ১৫ পদের জন্যে প্রার্থী হয়েছেন মোট ২৯জন।  সভাপতি পদে চার জন হলেন, মোঃ মন্জুরুল ইসলাম (টেলিভিশন), মোঃ জাহাঙ্গীর আলম (গরুর গাড়ী), মোঃ সোলায়মান আলী(দেয়াল ঘড়ি), মোঃ আমিনুল ইসলাম (মই ), সহ-সভাপতি পদে তিন জন হলেন, মোঃ নজরুল ইসলাম (হরিণ), মোঃ জাহাঙ্গীর আলম(মাইক), মো: নুর ইসলাম (চাকা), সাধারণ  সম্পাদক পদে দুই জন হলেন, মোঃ নূরনবী শাহ্(হাঁস), মোঃ বাবলু সরকার (উড়োজাহাজ), সহ-সম্পাদক পদে দুই জন হলেন, মোঃ মিজানুর রহমান (বাই সাইকেল), মোঃ হরুন অর রশিদ (ডাব),সাংগঠনিক পদে দুই জন হলেন, মোঃ আঃ খালেক(ময়ূর), মোঃ আনিছুর রহমান (জগ), কোষাধ্যক্ষ পদে দুই জন হলেন, মোঃ বেলাল হোসেন(তালা চাবি), মোঃ ফেরদৌস আলী(ফটোকপি মেশিন), ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ হযরত বেলাল (নির্বাচিত), প্রচার সম্পাদক পদে তিন জন হলেন, মোঃ জিয়াউর রহমান (ফ্যান), মোঃ সরওয়ার্দী(মগ),মোঃ সাইফুল ইসলাম (টিয়াপাখি), দপ্তর সম্পাদক পদে মোঃ ইব্রাহীম আলী(নির্বাচন)

কার্যকরী সদস্য পদে ৯ জন হলেন, মোঃ সিরাজুল ইসলাম (তীর ধনুক), মোঃ হযরত আলী(তাল গাছ), মোঃ রিয়াজুল ইসলাম (ক্যালকুলেটর), মোঃ শাহ আলম (মিনিবাস), মোঃ চান মিয়া (হাত ঘড়ি), মোঃ বিপ্লব সরকার ( রেডিও), শ্রী সুজন চন্দ (সানাই বাঁশি),  মোঃ আশরাফুল ইসলাম (হাত ব্যাগ)  মোঃ আমিনুল ইসলাম( টুপি )।