ফরিদপুরে বিভিন্ন দাবী আদায়ে সচেতন মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালিত হয়।
মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস, আজিজুল হক, নাসির উদ্দিন বাচ্চু, আব্দুর রহমান ব্যাপারী প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অবিলম্বে মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে দেয়ার দাবি জানান।
এসময় মুক্তিযোদ্ধারা বলেন, যারা ভাস্কর্য নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন- তাদের প্রতিহত করা হবে।
আপনার মতামত লিখুন :