গাইবান্ধার ফুলছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ্ব-১৭) চুড়ান্ত খেলায় কঞ্চিপাড়া ইউনিয়ন দল আবারও চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা প্রশাসন আয়োজনে টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
এতে গত বছরের চ্যাম্পিয়ন কঞ্চিপাড়া ইউনিয়ন দল ৬-০ গোলে উদাখালী ইউনিয়ন দলকে পরাজিত করে আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চুড়ান্ত খেলায় বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান দোলন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, ফুলছড়ি থানার পরিদর্শক (অপারেশন) কাওছার আলী,
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া প্রমুখ।
এই টুর্ণামেন্টে উপজেলার সাতটি ইউনিয়নের ৭টি দল স্বাস্থ্যবিধি মেনে খেলায় অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন :