কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ ও ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক মাদক চোরাকারবারীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত মাদক চোরাকারবারী মাহাবুর হোসেন মহুবর (৩৩) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন গোরকমন্ডল গ্রামের বাচ্চা মিয়া বিষাদুর ছেলে।
পুলিশ জানায়, রবিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার মমিনুলের বাড়ীর সামনের রাস্তায় ওঁৎ পেতে থাকে। এ সময় ওই রাস্তা দিয়ে বাইসাইকেল যোগে বস্তা ভর্তি করে মাদক নিয়ে যাওয়ার সময় পুলিশ মাহাবুরকে হাতেনাতে আটক করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃত মাদক চোরাকারবারীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :