দিনাজপুরে অভিনব পন্থায় মাদকদ্রব্য বহনকালে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার (০১ মার্চ) সকাল সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ ফুলবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় রংপুর-দিনাজপুর সড়কে চেকপোষ্ট বসিয়ে জয়পুরহাট সদরের মৃত মহির উদ্দিন প্রামানিকের ছেলে মোঃ বাবলু প্রামানিক (৪৫) ও মোঃ বাবলু প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন সাইদী (২৫), এবং একই জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকার মোঃ আমেদ আলীর ছেলে মোঃ আবুল খায়েরকে (৪০) গ্রেফতার করে। পরে তাদের ব্যবহৃত প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ৩৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারে সম্পৃক্ত। বিভিন্ন অপকৌশল অবলম্বন করে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
আটককৃতদের ফুলবাড়ী থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়।
আপনার মতামত লিখুন :