গোপন সংবাদের ভিত্তিতে ফেনীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী সদর থানাধীন সদর হাসপাতল মোড় সবুজ মেডিকেল হলের সামনে মাদক কারবারীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ জানুয়ারী) রাতে র্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান চালায়। র্যাব সদস্যদের দেখে এক ব্যক্তি একটি বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাকে ধরে ফেলতে সক্ষম হয় র্যাব। আটক ব্যক্তির নাম মোঃ আসলাম (৩৫)। তিনি কুমিল্লার কোতয়ালী শুয়ারা চৌধুরী বাড়ী এলাকার মৃত মনিরুল হক চৌধুরীর ছেলে। বর্তমানে একই জেলার লাকসাম শ্রীপুর পশ্চিম পাড়া ছত্তার মিয়ার ভাড়াবাড়িতে বসবাস করেন।
তার কাছ থেকে ৫৮ বোতল ফেন্সিডিল, ২১ ক্যান বিয়ার এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে বলে জানায় র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।
আটক মোঃ আসলামকে জিজ্ঞাসাবাদকালে তিনি র্যাবকে জানান, তিনি দীর্ঘদিন যাবত ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক সেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণে ফেনী সদর থানায় হস্তাস্তর করা হয়েছে।
Leave a Reply