বগুড়ায় দাখিল ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা


বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২২, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন /
বগুড়ায় দাখিল ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়ার শাজাহানপুরে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) নয়মাইল বামুনিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে আর.কে মেমোরিয়াল কর্দ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি এফএভিপি আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. আবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার।

বক্তব্য রাখেন জয়পুরহাট পাঁচবিবি মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের প্রভাষক রাজিবুল ইসলাম, বুয়েটের প্রশাসনিক কর্মকর্তা হামিদুল্লাহ শেখ নাইম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক হোসেন দিপু, অগ্রণী ব্যাংক ছোনকা শাখার পিও এন্ড ম্যানেজার জোবায়ের, হলিহেরা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুল হালিম, বামুনিয়া দারুল উলুম মাদ্রাসা সুপার হযরত আলী, মহিপুর দাখিল মাদ্রাসার সহ সুপার রোকনুজ্জামান, মাসুদ রানা, তোফায়েল আহমেদ, রাসেল আহমেদ, রাসেদ মাস্টার প্রমুখ।

এ সময় নয়মাইল ও বামুনিয়া স্থানীয় ১৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।