বগুড়ার শেরপুরের পৌর মেয়র সাময়িক বরখাস্ত


শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন /
বগুড়ার শেরপুরের পৌর মেয়র সাময়িক বরখাস্ত

বগুড়ার শেরপুর পৌর মেয়র জানে আলম খোকাকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন ।

সোমবার (১২ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন পৌর প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ।

সূত্র জানায়, মেয়র মো. জানে আলম খোকার বিরুদ্ধে পৌরসভার দোকান বরাদ্দের নামে অর্থ আত্মসাৎ, বিধিবহির্ভূতভাবে বাস টার্মিনালের ইজারা মওকুফ, অনিয়মতান্ত্রিকভাবে মাস্টাররোলে কর্মচারী নিয়োগ, জিপ মেরামতের নামে অতিরিক্ত বিল পরিশোধ, পৌর কিচেন মার্কেটের দোকান বরাদ্দ প্রদান না করা, পৌরসভার বিভিন্ন ক্রয়ে দুর্নীতি ও অনিয়ম, গৃহকর অ্যাসেসমেন্ট দুর্নীতি, ইমারত ও ভূমির ওপর অতিরিক্ত কর আদায়সংক্রান্ত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

এ কারণে তাকে সংশ্লিষ্ট বিধিমতে পৌরসভার মেয়রের পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পৌরসভার প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধার্থে প্যানেল মেয়র-১ কে মেয়রের আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

একই সঙ্গে ধুনট মোড়ে দোকানঘর বরাদ্দ ও জমি লিজের ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ উদ্দীন আহমেদ জুয়েলকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব বলেন, ‘আমি অর্থ আত্মসাতের সঙ্গে যুক্ত নই।

ফিরোজ উদ্দীন আহমেদ জুয়েলের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জানে আলম খোকা বলেন, ‘আইনগত প্রতিকারের জন্য আদালতের শরণাপন্ন হব।’