বগুড়া জেলার আদমদীঘিতে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুন) সকাল ৯টায় উপজেলার ঢাকারোড বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সান্তাহার ইয়ার্ড কলোনির মোকছেদ আলীর স্ত্রী লাইলি বেগম (৫০) ও নওগাঁর রানীনগর উপজেলার পারইল গুচ্ছগ্রামের খোরশেদ আলীর স্ত্রী আসমা বেগম (৪০)।
এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা মাদক কারবারী দাবি করে পুলিশ জানায়, সকালে মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে আদমদীঘির
পূর্ব ঢাকারোড এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :