বগুড়ায় বিষাক্ত মাদকে প্রাণ গেল ৫ জ‌নের


সংবাদদাতা, বগুড়া প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন / ৪০৫
বগুড়ায় বিষাক্ত মাদকে প্রাণ গেল ৫ জ‌নের

বগুড়ায় পৃথক পৃথক স্থানে বিষাক্ত মদ ও অ‌্যাল‌কোহল পানে ৫ জ‌নের মৃত‌্যু হয়েছে। মৃতরা হলেন, পুরান বগুড়া দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের প্রেমনাথ র‌বি দা‌সের ছে‌লে সুমন র‌বি দাস (৩৮), একই এলাকার লোকমান আ‌লীর ছে‌লে রমজান মিয়া (৪২) ও কালীতলা এলাকার সাজু, মোজাহার এবং আব্দুল জলিল।

রবিবার (৩১ জানুয়ারী) রাতে শহরের কালীতলা এলাকায় তিন জন ও পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকায় দুজন মারা যান।

মৃত সুমন রবি দাসের ছোট ভাই সুজন রবি দাস জানান, সুমন বগুড়ার তিনমাথায় জুতা স‌্যা‌ন্ডেল সেলাই‌য়ের কাজ কর‌তেন। ছোট ভাই চঞ্চল র‌বি দা‌সের বি‌য়ে উপল‌ক্ষে সুমন র‌বি দাস, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাম ও প্রতি‌বেশি রমজান আলী মি‌লে রবিবার সন্ধ‌্যার পর তিনমাথা খান হো‌মিও থে‌কে অ‌্যাল‌কোহল কি‌নে পান ক‌রেন। রা‌তে তারা অসুস্থ হ‌য়ে পড়‌লে রমজান মিয়া‌কে স্থানীয় ক্লিনি‌কে নেয়া হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় রাত সা‌ড়ে ১১টায় তার মৃত‌্যু হয়।

অন্যদিকে সুমন র‌বি দাস চি‌কিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে মারা যান। এছাড়া সুমন রবি দা‌সের বাবা ও চাচা অসুস্থ অবস্থায় চি‌কিৎসাধীন আছে।

এদিকে, বগুড়া শহরের কালিতলা এলাকায় রাতে মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। বাড়ি ফিরে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকাহোল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই তিন জন মারা গেছেন।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন ক‌বির জানান, কী কার‌ণে তা‌দের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হ‌চ্ছে। প্রকৃত কারণ উদঘাটন ক‌রে ব‌্যবস্থা নেয়া হ‌বে।