বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে উস্কানীদাতা রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার করুন : জাসদ যুবজোট


সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২০, ১:৩৩ অপরাহ্ন / ২৪৬
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে উস্কানীদাতা রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার করুন : জাসদ যুবজোট

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী, উস্কানীদাতা রাজনৈতিক মোল্লা, উত্তেজনা-অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জাসদ ও জাতীয় যুব জোট নেতৃবৃন্দরা। মঙ্গলবার ৮ ডিসেম্বর বিকাল ৪টায় লালদীঘির পাড়স্থ জাসদের পুরাতন কার্যালয়ের সামনে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ ভাস্কর্য ভাংচুরকারী রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাসদ- জাতীয় যুব জোট কক্সবাজার জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ও জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে নেতৃবৃন্দরা এ দাবী উত্থাপন করেন।

বক্তারা বলেন- বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা সমগ্র জাতিকে চরমভাবে ব্যথিত ও মর্মাহত করেছে। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। ভাস্কর্য বিরোধীরা বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান, মুক্তিযুদ্ধ কিছুই মানেনা। নারীদের অসম্মান করে এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম অবমাননা করছে, এদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

বক্তারা আরো বলেন- রাজনৈতিক মোল্লাদের ছাড় দেয়া বা আপোষ করার কোন সুযোগ নেই। এরা ক্ষমার সুযোগ নিয়ে ক্ষমাকারীকে হত্যা করে, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল মারে।
নেতৃবৃন্দরা মানব বন্ধন থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী, উস্কানীদাতা রাজনৈতিক মোল্লা, উত্তেজনা-অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি জানান।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন চৌধুরী, জাসদের সিনিয়র নেতা লস্কর আলী, সহ-সম্পাদক এ.কে.এম মাহাতাবুল ইসলাম, শহর জাসদ সাধারণ সম্পাদক নুর আহমদ, জাতীয় যুব জোট,  জেলা সভাপতি অজিত কুমার দাশ হিমু, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ-সভাপতি জাকের হোসেন, মোঃ আজম,  শ্রমিক জোট, জেলা সভাপতি শ্রমিক নেতা আবদুল জব্বার, সাংগঠনিক সম্পাদক কাইছার হামিদ, জাতীয় যুবজোট  জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হক কন্ট্রাক্টার, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক আকবর বাদশা পুতুল, যুব মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি বেগম, শহর জাসদের ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন আপেল, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল আহমদ, যুবজোট নেতা রতন দে, মোঃ শাকিল, মালেকা বেগম, ইয়াছমিন আক্তার, শ্রমিক জোট নেতা মোঃ জামাল, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলার সভাপতি আবদুর রহমান প্রমুখ।