বড়লেখায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৩


বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৪, ১১:০১ অপরাহ্ন /
বড়লেখায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৩

মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামীলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, পানিধার গ্রামের সাখাওয়াত হোসেন ছেলে উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন এবং রাঙ্গাউটি গ্রামের চুনু মিয়ার ছেলে সদর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমদ ইমন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে থানায় রাজনৈতিক মামলা (নম্বর-১২) সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম জানান, আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।