জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখা নিসচা’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী লন্ডন সাউথ কেস্টেভেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর হাবিবুর রহমানের অর্থায়নে উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ১শত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বড়লেখা পৌরসভা হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন হলদিরপার জামেয়া কোরানিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, নিসচা উপদেষ্টা আমেরিকা প্রবাসী আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ, উপদেষ্টা সাংবাদিক আব্দুর রব, ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী, এসআই নিউটন দত্ত, নিসচা পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ, দক্ষিণভাগ ইসলামিক সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ খলিলুর রহমান শাহীন, ব্যবসায়ী আব্দুস সামাদ, কবি-সাহিত্যিক শহীদ-উল ইসলাম প্রিন্স, এটিএস আই বিল্লাল হোসেন, নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব এহসান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, সদস্য সচিব এনাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, সদস্য জাকারিয়া আহমদ, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, মুহিউদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :