বরগুনায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং


সংবাদদাতা, বরগুনা প্রকাশের সময় : জুন ২৭, ২০২১, ২:১৭ অপরাহ্ন / ৩০০
বরগুনায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং

বরগুনা জেলার বেতাগীতে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রত্যন্ত এলাকায় মাইকিং করছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিচার্স বাংলাদেশ (সিআইপিআরবি) নামে একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে এই উদ্যোগ নিয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

জানা গেছে, বেতাগী পৌরসভা সহ উপজেলার  সাতটি ইউনিয়নের ৭২ টি ওয়ার্ডের সকল গ্রামে এলাকাভিত্তিক লাউড স্পিকার মাইকিং, রিলিজিয়ারস লিডার ক্যাম্পিং, এম.এম.এস ও ভয়েচ কল ক্যাম্পিং এবং সতর্কতামূলক প্রচারনাপত্র বিতরণের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সচেতন করে আসছে।

বুড়ামজুদার ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য মো: বজলুর রহমান জানান, করোনার হাত থেকে বাঁচতে সতর্কতামূলক

বার্তা শুনে তার এলাকার  মানুষ উপকৃত হচ্ছে। মাস্ক ব্যবহার থেকে শুরু করে হাত ধোঁয়ার প্রতি আগ্রহ বেড়েছে।

এ বিষয় সিআইপিআরবি‘র আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ মোতাহার হোসাইন জানান, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম

বন্ধ থাকার পরেও করোনা প্রতিরোধে স্থানীয় মানুষের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সিআইপিআরবি অগ্রণী ভূমিকা

রেখে আসছে।