বরিশালে জমি ও ঘর পাচ্ছেন ১ হাজার ৫৫৬ পরিবার


সংবাদদাতা, বরিশাল প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ন / ৪৮৫
বরিশালে জমি ও ঘর পাচ্ছেন ১ হাজার ৫৫৬ পরিবার

বরিশালে মুজিববর্ষের উপহার হিসেবে জমি ও ঘর পাচ্ছেন ১ হাজার ৫৫৬ জন হতদরিদ্র পরিবার। শনিবার (২৩ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে ১০০৯ পরিবারের হাতে জমি ও ঘরের মালিকানাপত্র হস্তান্তর করা হবে। অবশিষ্ঠ ৫৪৭ পরিবার আগামী জুনের আগেই এ সুবিধার আওতায় আসবেন।

বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. জসীম উদ্দীন হায়দার বৃহস্দুপতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে জমি ও ঘরের মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহন করবেন।

তিনি আরো জানান, জেলার ১০ উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৫৭ জন, বাকেরগঞ্জে ১২০ জন, মেহেন্দিগঞ্জে ১৫২ জন, উজিরপুরে ৭০ জন, বানারীপাড়ায় ২০০ জন, গৌরনদীতে ২০০ জন, মুলাদীতে ৩০০ জন, বাবুগঞ্জে ১৭০ জন, হিজলায় ৫১ জন, ও আগৈলঝাড়ায় ৩৬ জন হতদরিদ্র পরিবাকে ২ শতাংশ জমির ওপর নির্মিত আধাপাকা একটি ঘর দেয়া হবে। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। এ প্রকল্পে জেলায় মোট ব্যয় হয়েছে ২৬ লক্ষ ৬০ হাজার ৭৬১ টাকা।

জেলা প্রশাসক জানান, মুজিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি হচ্ছে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এ প্রতিশ্রতি বাস্তবায়নের অধীনে ভূমিহীনদের জমি ও ঘর দেয়া হচ্ছে।