বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, পদ্মাসেতু চালু হলে নাকি এখানকার অনেক কিছু বদলে যাবে। এখানে যদি কোন শিল্প-কলকারখানা গড়ে না ওঠে তাহলে কি করে বদলাবে বরিশাল। অথচ সে ধরনের কোন লেখালেখি এখানকার কোন পত্র-পত্রিকায় দেখা যায় না। যা দেখে ব্যবসায়ীরা এখানে এসে বিনিয়োগ করবেন। বাহিরের ব্যবসায়ীরা বরিশালে এসে কেন বিনিয়োগ করবে, কি কি সুবিধা পারে- সে বিষয়ে সংবাদ মাধ্যমে তাদের আগ্রহ সৃষ্টি করতে হবে।
রবিবার (১৭ জানুয়ারী) বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বরিশাল বিভাগের আঞ্চলিক দৈনিকগুলোর সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের সাথে ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক’ সংলাপ আনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সংবাদপত্রে লেখালিখের কারণে এ দেশের অধিকাংশ বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে সরকারের পৃষ্ঠপোষকতা না থাকলে সংবাদপত্র শিল্প বাঁচিয়ে রাখা দুরুহ হয়ে পড়বে।
এ সময় তথ্য মন্ত্রালয়ের প্রোগ্রাম কর্মকর্তা মো. মহবুবুর রহমান ও পিআইবি সহকারী প্রশিক্ষক বারেক কায়সারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :