“বাঁচতে হবে, বাঁচাতে হবে”এর ইফতার বিতরণ


ঝালকাঠি প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৪, ৪:০৬ অপরাহ্ন /
“বাঁচতে হবে, বাঁচাতে হবে”এর ইফতার বিতরণ

ঝালকাঠি শহর ও শহরতলী এলাকার দরিদ্র, দুঃস্থ ও অসহায়দের খুঁজে খুঁজে ইফতার সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁচতে হবে-বাঁচাতে হবে’ সংগঠনের সদস্যরা।

শুক্রবার (০৮ মার্চ) জুমার নামাজের পর থেকে সোমবার (১১ মার্চ) রাত পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে ইফতার সামগ্রী প্রদান করে। দুঃস্থ ও অসহায় ব্যক্তিরা ইফতার সামগ্রী পেয়ে খুশি হয়ে আল্লাহর কাছে দুআ করেছেন।

ইফতার সামগ্রী বিতরণ উদ্যোক্তা ব্যাংক কর্মকর্তা রায়হান খান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যেভাবে উর্ধ্বগতি তাতে দরিদ্র ও অসহায় মানুষের নাভিশ্বাস উঠেছে। সবকিছুই যেন তাঁদের ক্রয় সীমার বাইরে চলে গেছে। পবিত্র রমজান মাসে যাতে তাঁরা একটু হলেও সস্তির নিঃশ্বাস ফেলতে পারে তাই আমাদের সামর্থ্যের মধ্যে এ ক্ষুদ্র আয়োজন। ইফতার সমাগ্রী পেয়ে সবাই অনেক খুশি হয়েছেন।

এ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন মুবিন ইসলাম ও মহাসিন রেজা নাহিদ।