পটুয়াখালীর বাউফলে দুই দফায় ছয়টি গরু উদ্ধার করেছেন স্থানীয়রা। গরুগুলোর মালিক এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা এগুলা চোরাই গরু।
শুক্রবার (০৮ নভেম্বর) ও শনিবার (০৯ নভেম্বর) দুই দফায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
জানাগেছে, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যান যুবদলের কয়েকজন নেতা ও স্থানীয়রা। সেখানে দুটি গরু পাওয়া যায়। পরে শবিবারে একই স্থান থেকে আরো ৪টি গরু উদ্ধার করা হয়।
স্থানীয় দফাদার কবির বলেন, শুক্রবার রাতেব আমাকে রক্ষণাবেক্ষনের জন্য দুটি গরু বুঝিয়ে দেয় স্থানীয়রা। গ্রাম পুলিশের মাধ্যমে বাউফল থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে শনিবার রাতে স্থানীয়দের নিয়ে পুলিশ আরো চারটি গরু উদ্ধার করে আমার কাছে রেখে গেছেন।
স্থানীয় ইউপি সদস্য দুলাল সিকদার বলেন, গত শনিবার সকালে থানার ইন্সপেক্টর শাহাবুদ্দিন আমাকে দুটি এবং রবিবার চারটি গরু বুঝিয়ে দেন। গরুর প্রকৃত মালিক না পাওয়ায় গরুগুলোর পরিচর্যা ও দেখাশোনার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে।
এবিষয়ে ইন্সপেক্টর মো: শাহাবুদ্দিন বলেন, চন্দ্রদ্বীপের চরকচুয়া গ্রামে ছয়টি গরু উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের সঙ্গে কথা বলে ইউপি সদস্য দুলাল সিকদারের হেফাজতে রেখেছি। এবিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল হোসেন বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে গত ১৭ বছরে অনেক গরু মহিষ চুরি হয়েছে। আমরা সজাগ আছি, এখন থেকে কোনো চোরকে সুযোগ দেয়া হবেনা।
আপনার মতামত লিখুন :