বাগেরহাটের মোংলায় পৌর ও থানা আওয়ামী লীগের উদ্যোগে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৩ জুন) দিবসটি পালন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈশ্বিক মহামারী করোনা’র বিস্তারের কারনে এবার সীমিত পরিসরেই দিনটি উৎযাপন করা হয়।
বুধবার সকাল ১০ টায় মোংলা উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুলের মাল্য দিয়ে সম্মান প্রদর্শন এবং দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, মোংলা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন
সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামন জসিম, মোংলা উপজেলা যুবলীগ সভাপতি ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান
ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগ সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন।
উপস্থিত ছিলেন, মোংলা পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল,
সাংবাদিক ও মানবাধিকার কর্মী অতনু চৌধুরী (রাজু), সাখাওয়াত হোসেন মিলন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জি, এম, আল আমিন,
স্বেচ্ছাসেবকলীগ মোংলা পোর্ট পৌর শাখা যুগ্ন সাধারন সম্পাদক ও সাংবাদিক মোঃ নূর আলম (বাচ্চু), পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ শাহরুক বাপ্পী’সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আন্দোলন-সংগ্রাম, সম্ভাবনা সবকিছু মিলেয়ে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন
সত্তা। আওয়ামী লীগই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে।
আজকে আমরা যে আকাঙ্হ্মা ও ইচ্ছা নিয়ে ২৩ জুন পালন করার প্রস্ততি নিয়েছিলাম করোনা মহামারির কারনে সেটি সম্ভব হয়নি। তাই সীমিত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি।
Leave a Reply